২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি - নয়া দিগন্ত

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা সমীপে স্মারকলিপি প্রদান করা হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উক্ত স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী শিক্ষকরা।

আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ম ও ১০ম জাতীয় সংসদের শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ মোতাবেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারি কলেজসমূহে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের মধ্য থেকে স্মারকলিপি প্রদান করেন ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক ও জেলা সমন্বয়ক জাফরুল আনাম শিবলুসহ প্রায় অর্ধশত শিক্ষক।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮-২০২১-এ অন্তর্ভূক্ত বা কোনো নির্দেশনা না থাকায়, আমরা এমপিওভূক্ত হতে পারছি না। ফলে দীর্ঘ ৩২ বছর যাবৎ বৈষম্যের শিকার বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত আমাদের মত শিক্ষকমণ্ডলী। এ কারণে সারাদেশে আমরা প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক আর্থ-সামাজিকভাবে হীন জীবনযাপন করছি। এমতাবস্থায় প্রধান উপদেষ্টার কাছে মানবিক কারণে আমাদেরকে বিশেষ ক্ষমতাবলে ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’-এ অন্তর্ভূক্ত করার ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement