২ সপ্তাহ ধরে বগুড়ার হিন্দুদের বাসা-মন্দির পাহারা দিচ্ছে জামায়াত-শিবির
- বগুড়া অফিস
- ১৭ আগস্ট ২০২৪, ১৯:৩০
দেশের চলমান পরিস্থিতিতে বগুড়ার শেরপুরে হিন্দুদের বাসা-বাড়ি ও মন্দির পাহারা দিচ্ছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। বিগত দুই সপ্তাহ ধরে পৌর এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিরাতে পালা করে এই পাহারা বসিয়েছেন তারা।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ওইসব মন্দির কমিটির নেতাদের সাথে মতবিনিময়ও করেন দলটির নেতারা। এ সময় মন্দিরের পুরোহিতদের আশ্বস্ত করা হয়। পাশাপাশি জামায়াতে ইসলামী সব সময় ভিন্ন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে বলে জানানো হয়।
এছাড়া হিন্দুদের বাসা-বাড়ি ও মন্দিরে সন্ত্রাসীরা হামলা চালালে তাদের মোকাবেলা করারও হুঁশিয়ারি দেন তারা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে এভাবেই তাদের পাশে দাঁড়ান জামায়াত নেতারা।
শহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙণে ওই মতবিনিময়সভায় শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা দবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা নাজমুল হক, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে এই মন্দির কমিটির নেতা প্রদীপ কুমার কুণ্ডু, বলয় কর্মকার, রকি ঘোষ, রঞ্জন কু্ণ্ডু, সনদ কুমার, রকি মোহন্তসহ সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য ভক্তরা উপস্থিত ছিলেন।