২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করায় নওগাঁয় ডিসির বিরুদ্ধে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করায় নওগাঁয় ডিসির বিরুদ্ধে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করায় নওগাঁর ডিসি গোলম মওলার বক্তব্যের প্রতিবাদ ও অপনারণের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মিতালী প্রামানিক, অপূর্ব সরকার, শিক্ষক জাহিদ রাব্বানী রশীদ, নুসরাত জাহান জরি, শাকিল হোসেনসহ আরো অনেকে।

মানববন্ধন কর্মসূচি শেষে নওগাঁ জেলা প্রসাশক (ডিসি) গোলাম মওলার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল করে।

বক্তারা বলেন, গত মাসে একটি সরকারি অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রসাশক গোলাম মওলা মন্তব্য করেন, শিক্ষার্থীরা না বুঝে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে করে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয় এবং আমাদের দুর্ভোগ পোহাতে হয়। আন্দোলনের কারণে দেশের রেমিটেন্স কম আসছে। অভিভাবকদের তাদের সন্তানদের ঘরে রাখার নির্দেশনামূলক বক্ত্য রাখেন। ডিসির এ বক্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এরই প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। বক্তারা ডিসির অতি তাড়াতাড়ি অপনারণ দাবি করেন।


আরো সংবাদ



premium cement