ধুনটে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার
- রাকিবুল ইসলাম, ধুনট (বগুড়া)
- ১৫ আগস্ট ২০২৪, ১৩:৪২
বগুড়ার ধুনট উপজেলায় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৫ ঘন্টা পর উম্মে হাবিবা (৮) নামে শিশু শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ইছামতি নদীর কালিতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উম্মে হাবিবা চান্দারপাড়া এলাকার রায়হান সরকারের মেয়ে এবং ধুনট ভরনশাহী মডেল একাডেমীর শিক্ষার্থী।
সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে পৌর এলাকার দাসপাড়ার পাশের ইছামতি নদীতে উম্মে হাবিবা তার ভাই জুনায়েদের (১২) সাথে মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে অসাবধানতাবসত নদীর পানিতে সে তলিয়ে যায়। তখন সাথে থাকা তার ভাই চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার তৎপরতার জন্য ধুনট ফায়ার সার্ভিসের একটি টিমকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস টিম নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে আলোকস্বল্পতার কারণে উদ্ধার কাজ চালাতে পারেনি।
সূত্রে আরো জানা গেছে, ঘটনার দিনই রাজশাহীর একটি ডুবুরি দলকে আসার জন্য খবর দেয় ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ হামিদুল ইসলাম। পরের দিন আজ সকালে ডুবুরি দল নিখোঁজের স্থান থেকে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকাজ চলাকালীন নিখোঁজের স্থান থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে কালিতলা এলাকায় সেখানকার স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা লাশটি উদ্ধার করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা