কাহালুতে পুলিশের গুলিতে আহত লিটন চোখ হারাতে বসেছেন
- বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা
- ১৩ আগস্ট ২০২৪, ১৮:৩৩
পুলিশের ছোঁড়া রাবার বুলেটে গুরুত্বর আহত হয়ে চোখ হারাতে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া বগুড়ার কাহালুর শিক্ষার্থী লিটন আকন্দ (২১)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন।
লিটন মিয়া আকন্দ বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নেদর আড়োলা উত্তর পাড়ার আব্দুস সোবহান আকন্দের ছেলে। লিটন পাঁচ বছর বয়সে মা হারা হন। তারা দুই ভাই-বোন। লিটনের বাবা আব্দুস সোবহান মালয়েশিয়া প্রবাসী।
লিটন বগুড়া ঠেংগামারা টেকনিক্যাল ইনিস্টিটিউট হতে কমিপউটার সাইন্সে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। তিনি শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছেন।
গত ৪ আগস্ট বগুড়া শহরের সাতমাথা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের ছোঁড়া টিয়ারশেল ও রাবার বুলেট তার শরীরের বিভিন্ন অংশসহ ডান চোখে লেগে গুরুতর আহত হন। শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা জাতীয় চক্ষু ইনিস্টিটিউতে স্থানান্তর করা হয়।
সেখানকার চিকিৎসকরা জানান, লিটনের চোখের ভেতর ছররা গুলির কিছু অংশ থাকায় ব্যাপক ক্ষতের সৃষ্টি হয়েছে। এই মহূর্তে অপারেশন করা সম্ভব নয়। আগামী ২০-২৫ দিন পর অপারেশন করা যেতে পারে। তবে সেই চিকিৎসা উন্নত ও অত্যন্ত ব্যয় বহুল। দরিদ্র পরিবারের বেকার সন্তান লিটন আকন্দের পক্ষে ওই ব্যয়বহুল উন্নত চিকিৎসা অসম্ভব। এমতাবস্থায় তার চিকিৎসার জন্য সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের এগিয়ে আসা সময়ের দাবি বলে মনে করেন তার সহপাটি শিক্ষার্থীসহ এলাকাবাসী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা