রাজশাহীতে প্রাইভেটকার থেকে ২ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার
- রাজশাহী ব্যুরো
- ১১ আগস্ট ২০২৪, ১৯:০৮
রাজশাহীতে ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রণকালে একটি প্রাইভেটকার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর রেলগেট এলাকায় এই অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় আটক করা হয় গাড়িচালক হোসেন মিয়াকে, নগরীর চণ্ডীপুর এলাকায় তার বাড়ি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার গণমাধ্যমকে জানান, শনিবার শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণকালে একটি প্রাইভেটকার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা। পরে গাড়িচালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হয়।
শিক্ষার্থীরা বলছেন, ডাকাত আতঙ্ক থাকার কারণে তারা সন্দেহজনক গাড়ি তল্লাশি করছেন। রাতে রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণকালে বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন তারা। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়ির পেছনে দুই বস্তা দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করেন। আর গাড়িচালককে সেনাবাহিনীর কাছে দেয়া হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। তবে খোঁজ নেয়ার পরে বিষয়টি তিনি জানাতে পারবেন বলে উল্লেখ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা