২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজশাহীতে প্রাইভেটকার থেকে ২ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে প্রাইভেটকার থেকে ২ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার - প্রতীকী ছবি

রাজশাহীতে ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রণকালে একটি প্রাইভেটকার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর রেলগেট এলাকায় এই অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় আটক করা হয় গাড়িচালক হোসেন মিয়াকে, নগরীর চণ্ডীপুর এলাকায় তার বাড়ি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার গণমাধ্যমকে জানান, শনিবার শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণকালে একটি প্রাইভেটকার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা। পরে গাড়িচালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হয়।

শিক্ষার্থীরা বলছেন, ডাকাত আতঙ্ক থাকার কারণে তারা সন্দেহজনক গাড়ি তল্লাশি করছেন। রাতে রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণকালে বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন তারা। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়ির পেছনে দুই বস্তা দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করেন। আর গাড়িচালককে সেনাবাহিনীর কাছে দেয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। তবে খোঁজ নেয়ার পরে বিষয়টি তিনি জানাতে পারবেন বলে উল্লেখ করেন।


আরো সংবাদ



premium cement
এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি

সকল