২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাবনা সড়কে নিরলসভাবে যানজট পরিচালনা করছেন শিক্ষার্থীরা

- ছবি : নয়া দিগন্ত

ছাত্র-জনতার অভূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে সারাদেশের মতো পাবনাতেও ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পরে। সড়কে চলাচল করা পরিবহনগুলো চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছিল। মানুষের মধ্যে নেমে এসেছিল দুর্ভোগ।

এ সময় সেই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট নিরসনে এগিয়ে এসেছে পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

এ দিকে, গত চার দিন ধরে সড়ক ও মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত ট্রাফিক পুলিশ ও পৌরসভার ট্রাফিক তাদের কর্মবিরতি পালন করছে। এমন পরিস্থিতিতে পাবনার শহরে বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এসব শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।

গতকাল শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে এমন চিত্র দেখা গেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

দায়িত্বরত শিক্ষার্থীরা বলেন, আমাদের একটু শ্রমে যদি শহর যানজট মুক্ত হয়। যান চলাচলে শৃংখলা ফিরে আসে তাহলে এই শ্রম আমরা দিতেই পারি। নিজেদের দায়িত্ববোধ মানবিকতা থেকেই আমরা এই কাজ করছি। যতক্ষণ পর্যন্ত সরকারি ট্রাফিক সিস্টেম সক্রিয় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এ কাজ করে যাবো। আর দেশের জন্য কাজ করার মধ্যে আনন্দ পাওয়া যায়।

পাবনা জেলার সমন্বয়ক ফাহাদ হোসেন বলেন, ‘ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্ররা তাদের দায়িত্ব পালন করে যাবে।’


আরো সংবাদ



premium cement
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের

সকল