পাবনায় রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে ছাত্র-জনতা
- পাবনা প্রতিনিধি
- ১০ আগস্ট ২০২৪, ০৯:৪৮
পাবনা জেলায় কোনো মন্দিরে হামলার ঘটনা না ঘটলেও তাদের নিরাপত্তা দেয়ার জন্য ছাত্র-জনতা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন।
সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন সেনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত ও বিএনপি নেতারা। সেইসাথে কেউ যেন এই সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
তাদের আহ্বানে সাড়া দিয়ে নাশকতা ও হামলা প্রতিরোধে পাবনার বিভিন্ন স্থানে রাত জেগে পালাক্রমে ব্যবসা-প্রতিষ্ঠান ও মন্দির পাহাড়া দিচ্ছেন ছাত্র জনতা। সেইসাথে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরাও গ্রামে গ্রামে গ্রুপ করে পাহারা দিচ্ছেন। গত মঙ্গলবার রাত থেকে বিভিন্ন মন্দিরে তাদের পাহারা দিতে দেখা যায়।
চাটমোহর হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য বলেন, ‘শুরুতে একটু আতঙ্ক উৎকণ্ঠার মধ্যেই ছিলাম। কিন্তু এখন আমাদের মাঝে অনেকটাই স্বস্তি ফিরেছে। আর ভয় আতঙ্ক নাই। কারণ, এলাকার যুব সমাজ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বসতপাড়া ও মন্দির পাহারা দিচ্ছেন। তাদের সাধুবাদ জানাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার সমন্ময়ক ফাহাদ হোসেন জানান, ‘আমাদের পক্ষ থেকে কমিটি করে দিয়েছি। আমাদের ছাত্র ভাইয়েরা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইন বলেন, ‘আমরা কমিটি করে দিয়েছি। আমাদের কর্মীরা সারা জেলায় বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে। আশা করি, পাবনায় কোনো অঘটন ঘটবে না।’
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘একটি অসাধু চক্র এই সুযোগে ডাকাতি ও বিশৃঙ্খলা করে ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নানা ফন্দি আঁকছে। যেন সহজেই এসবের দায়ভার বিএনপির ওপর চাপানো যায়। কিন্তু আমরা সেটি হতে দেবো না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা