২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মহাদেবপুরে আ’লীগ অফিস ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাঙচুর, আহত ১০

মহাদেবপুরে আ’লীগ অফিস ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাঙচুর, আহত ১০ - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন আ’লীগ অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আ’লীগের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ দিকে বিক্ষুদ্ধ জনতা আ’লীগের পাটি অফিসে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

জানা যায়, সোমবার সময় উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রভাত কুশুম ব্যানার্জী, আ’লীগ নেতা বিশ্বজিৎ চৌধুরী, মহিলা নেত্রীসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। ইট-পাটকেল থেকে আত্মরক্ষার্থে উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা অফিসের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলে বিক্ষুদ্ধ জনতা দরজা-জানলা ভেঙে ফেলে অফিসের সামনে আগুন ধরিয়ে দেয়। দ্বিতীয় দফায় ফিরে এসে অফিস ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন ধরিয়ে দেয়। উপজেলার সর্বত্র বৈষম্যবিরোধী ছাত্রদের দখলে ছিল।


আরো সংবাদ



premium cement