জয়পুরহাটে পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত ১
- জয়পুরহাট প্রতিনিধি
- ০৪ আগস্ট ২০২৪, ১৫:৫৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট শহর। পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত হয়েছেন মেহেদী হাসান নামে এক আন্দোলনকারী। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী, আন্দোলনকারী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
রোববার বেলা ১১টায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা।
এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন লাগানো হয়। ওই সময় অফিসে থাকা স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুসহ আওয়ামী লীগের অন্তত ২০ জন আহত হন। এরপর আগুন দেয়া হয় ছাত্রলীগ অফিসে, ভাঙচুর করা হয় শ্রমিক লীগ অফিস।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আহত হয় শিক্ষার্থী ও পথচারীসহ আরো ৩০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত একজনকে বগুড়া নেয়ার পথে মৃত্যু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা