২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলার অভিযোগে আটক ১০

- ছবি : নয়া দিগন্ত

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলার অভিযোগে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, চলমান কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বুধবার রাজশাহীতে আদালতের সামনে সমাবেশ করবে এমন তথ্য ছিল। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ছিল। বিকেল প্রায় ৩টার দিকে মহিষবাথান এলাকার একটি গলি সড়কের ভেতর দিয়ে পুলিশের টহলে থাকা গাড়িটি আসছিল। তখন অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কোনো পুলিশ সদস্য হতাহত না হলেও গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। এ সময় আত্মরক্ষায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর অতিরিক্ত পুলিশ গিয়ে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে। এরপর বিকেল ৪টা পর্যন্ত ১০ জনকে আটক করে থানায় নেয়া হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ৮-১০ জনকে আটক করে থানায় নেয়া হয়েছে। যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, কোটাবিরোধী শিক্ষার্থীরা আদালতের সামনে সমাবেশ করবেন এমন খবর পেয়ে বুধবার সকাল থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও ছিলেন। তবে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা ওই এলাকায় সমাবেশ করতে যায়নি।


আরো সংবাদ



premium cement