সাঁথিয়ায় গায়েবি মামলায় বিএনপি ও জামায়াতের ১৭ জন গ্রেফতার
- সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
- ৩১ জুলাই ২০২৪, ১৫:৩০
পাবনা জেলার সাঁথিয়া থানায় বায়বীয়-কাল্পনিক-গায়েবি মামলায় বিএনপি-জামায়াত ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই দুপুর সাড়ে ৩টার দিকে সাঁথিয়া থানা থেকে প্রায় দুই শ’ গজ দূরে সাঁথিয়া বাজারস্থ চার রাস্তার মোড়ে বিএনপি-জামায়াত ও অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করার লক্ষ্যে লাঠি মিছিল করে রাষ্ট্র বিরোধী স্লোগান দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কাশিনাথপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আনোয়ার খা (৬৪), নন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাতুল ইসলাম (৩০), কাশিনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ (৩৫) ও লক্ষীপুর গ্রামের জামায়াত সমর্থক শরীফ আহমেদকে (৪১) গ্রেফতার করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ আটক চারজনসহ আরো অজ্ঞাত ৯০ থেকে ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতদের পরিবারের সাথে কথা বললে তারা জানান, বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে তাদেরকে ঘটনাস্থলে গ্রেফতার দেখানো হয়েছে।
পরবর্তীতে গত নয় দিনে বিএনপি-জামায়াতের যতগুলো নেতাকর্মীকে গ্রেফতার করেছে তাদেরও এই মামলায় আসামি দেখানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ধুলাউড়ী ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মোক্তার হোসেন (৪৫), নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের শিবির সমর্থক নূরুল আমিন রানা (৩০), কাশিনাথপুর ইউনিয়নের আতরশোভা গ্রামের বিএনপি সমর্থক দায়েন (৫৫), সাঁথিয়া পৌরসভাধীন বোয়াইলমারী গ্রামের জামায়াত সমর্থক আব্দুল্লাহ আল মামুন (৩৫), সাঁথিয়া পৌরসভার পিপুলিয়া গ্রামের বিএনপি সমর্থক সাজেদুল ইসলাম (৪৮), নাগডেমরা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলাম (৬০), ক্ষেতুপারা ইউনিয়ন এর জামায়াত সমর্থক লিটন (২৮), ধোপাদহ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন খাঁ (৫০), ধুলাউড়ী ইউনিয়নের জামায়াত নেতা ও শূরা সদস্য শফিকুল ইসলাম (৩৫), সাঁথিয়া পৌরসভাধীন জামায়াত নেতা ওহিদুল ইসলাম (২৯), ধোপাদহ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আঊয়াল(৫৬), করমজা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড সভাপতি রতন ফকির (৩৫) ও গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের জামায়াত নেতা আব্দুল বারেক (৪২)।
এ মামলা সম্পর্কে ঘটানাস্থলের চারপাশের দোকানদারদের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তারা সবাই বলেন, ‘ওই দিনে কোনো প্রকার মিছিল বা ককটেল বিস্ফোরণের মতো কোনো ঘটানা ঘটেনি।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন, নির্দিষ্ট ঘটনা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা