২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আটক ২

- ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনান্থলেই সাইফুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের ধান ক্ষেতে উল্টে যায়। এ ঘটনায় বিক্ষদ্ধ জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের শিবরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম শিবরামপুর মাদরাসা মোড়ের আছির উদ্দীনের ছেলে ও আটক ট্রাকচালক উপজেলার খাজুর ইউপির দক্ষিণওড়া নিচপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জুয়েল (৩৯) ও হেলপার ইব্রাহিম হোসেন (৪২) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের নাজমুল হোসেনের ছেলে।

সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশে সাইকেল রেখে সাইফুল ইসলাম তার ধানের জমিতে সার দিতে যান। সার দেয়া শেষ করে সাইকেলের কাছে পোঁছা মাত্র একটি দ্রুতগামী বালুবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে উল্টে পড়ে যায়। এ সময় বিক্ষদ্ধ জনতা ট্রাকের চালক জুয়েল ও হেলপার ইব্রাহিম হোসেনকে আটক করে গণ ধোলাই দেয় এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সর্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো: গাজীউর রহমান পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবুল কালাম আজাদসহ থানার বিভিন্ন অফিসার ও জেলা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement