২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিনকাল সাংবাদিক কালাম আজাদকে কারাগারে প্রেরণ, মুক্তির দাবি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার

- ছবি : প্রতীকী

বগুড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ও দৈনিক দিনকাল বগুড়া ব্যুরো প্রধান কালাম আজাদকে বিস্ফোরক আইনে (নাশকতা) করা মামলায় গ্রেফতার দেখিয়ে নাটোর কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার নাটোরের একটি আমলি আদালতে তাকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে গ্রামের বাড়ি নাটোরের সিংড়া থানার বিলদহর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক করে সিংড়া থানা পুলিশ।

বগুড়া থেকে সাংবাদিক নেতারা থানার ওসি আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করলে জানানো হয়, কোনো মামলার এজাহারে তার নাম নেই। পরে একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ তাকে গ্রেফতারে ইন্ধন দিয়েছে বলে অভিযোগ পরিবারের।

এদিকে, তার মুক্তি এবং বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দূরন্ত সংবাদের সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য সবুর শাহ লোটাসের বিরুদ্ধে বুগড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় মামলায় গভীর উদ্বেগ জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া।

এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এই ঘটনার তীবৃ নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃদ্বয় বলেন, ‘সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সকল সদস্য পেশাদার সাংবাদিক। তারা কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা বিশৃংখলার সাথে জড়িত নন। অথচ সংগঠনের সিনিয়র সদস্য ও দৈনিক দিনকাল বগুড়া ব্যুরো প্রধান কালাম আজাদকে মিথ্যা মামলায় তার গ্রামের বাড়ি নাটোর জেলার সিংড়া থেকে গ্রেফতার করে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।’

তারা আরো বলেন, ‘এছাড়া সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাসের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। এই ঘটনা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যা একটি স্বাধীন দেশে কাম্য নয়। আমরা অবিলম্বে সাংবাদিক কালাম আজাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সেই সাথে সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাসের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement