১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ভারতে নিখোঁজের ৫ মাস পর স্ত্রীর ফোনে হঠাৎ কল

নিখোঁজ আবুল কালাম আজাদ - ছবি - নয়া দিগন্ত

চিকিৎসা করাতে ভারতে গিয়ে পাঁচ মাস ধরে নিখোঁজ মান্দার আবুল কালাম আজাদ (৬২)। হঠাৎ শনিবার রাতে অজানা দু’টি ভারতীয় নম্বর থেকে তার স্ত্রী রোকসানা খাতুনের মোবাইল ফোনে কল আসে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, নওগাঁর মান্দার পারালাইজড রোগী আবুল কালাম আজাদ চিকিৎসা নিতে ভারতে যাওয়ার পর গত ৩ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। তার ভিসার মেয়াদও গত ১১ জুন শেষ হয়ে গেছে।

এদিকে নিখোঁজ স্বামীর চিন্তায় দুঃখ-কষ্টে দিন পার করছেন স্ত্রী। স্বামীর খোঁজ পেতে দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত।

নিখোঁজ আবুল কালামের স্ত্রী ও পরিবারের আশা, বেঁচে থাকলে একদিন তিনি বাংলাদেশে তাদের কাছে ফিরে আসবেন।

এমন অবস্থার মধ্যে শনিবার নিখোঁজ আবুল কালাম আজাদ স্ত্রী রোকসানা খাতুনের মোবাইল ফোনে কল আসে। তবে কোনো কথা হয়নি। পরে মোবাইল ফোনে প্রথম কল দেয়া ভারতীয় নম্বরে কল ব্যাক করলে কেউ ফোন ধরেননি। দ্বিতীয় নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

কে কেন তার নম্বরে হঠাৎ কল দিয়ে আবার কোন কথা না বলে কেটে দিচ্ছেন এবং কল দিলেও রিসিভ না করায় আতঙ্ক যেন কাটছেই না তার।

নিখোঁজ আবুল কালামের স্ত্রী রোকসানা খাতুন জানান, হঠাৎ শনিবার (১৩ জুলাই) রাত ৮টা ৫২ মিনিটে ০০৯৭১৮১০৭৬১৩০ ও রাত ৮টা ৫৩ মিনিটে +৯৬৮৬২৪১৬৬৯২ নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। তবে কোনো কথা হয়নি। এতে তিনি ও তার পরিবার আরো আতঙ্কিত হয়ে পড়েন। পাঁচ মাস হয়ে গেল তার স্বামীর কোনো হদিস মেলেনি।

তিনি আরো জানান, ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ স্বামীর সন্ধান পেতে সম্প্রতি নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য এস এম ব্রহানী সুলতান মামুদের কাছে সাহায্যের আবেদন নিয়ে গিয়েছিলাম। তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল