বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু
- বগুড়া অফিস
- ০১ জুলাই ২০২৪, ১৮:১৩
বগুড়ার দুপচাঁচিয়ায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাদরাসাছাত্র নাকিব হোসেন ওই এলাকার নাসির হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমরান জানান, নাকিবদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাশে পেয়ারা গাছ এবং গাছ ঘেষেই বৈদ্যুতিক খুঁটি। নাকিব দুপুরে ওই গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে পা ফসকে যায় এবং নিজের ভারসাম্য রক্ষায় খুঁটির টানা তার ধরে। এতে বিদ্যুতায়িত হয়ে সে পুকুরের পানিতে ছিটকে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।