২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পুঠিয়ায় বসত ঘরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

- প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় নিজ বসত ঘরে সাপের কামড়ে ফারিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পুঠিয়া পৌর সদরের মেহের আলীর স্ত্রী।

শুক্রবার (২৮ জুন) ভোর ৫টার দিকে কাঁঠালবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে চৌকি থেকে নেমে তার বিছানা ঠিক করছিলেন ফারিয়া বেগম। তখন চৌকির নিচে মেঝেতে থাকা একটি সাপ তার পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারের ছেলে-মেয়েরা এসে ওঝার বাড়িতে নিয়ে যায়। এমতাবস্থায় ওঝা তাকে হাসপাতালে নিতে বললে তার স্বজনরা সকাল ৯টার দিকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এ সময় কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারিয়া বেগমের স্বামী মেহের আলী জানান, রাতে তিনি একটি স’মিল পাহারা দেন। সকালে বাড়ি থেকে ফোন আসার পর ঘটনাটি জানতে পারেন। তবে সাপটিকে কেউ দেখতে পায়নি। তাই কী ধরনের সাপ কামড়িয়েছে তা কেউ জানে না।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তাকে দাফন করতে বলা হয়েছে। এখন বর্ষাকাল তাই বাড়ির চারদিক পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।


আরো সংবাদ



premium cement