২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাগাতিপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

- ছবি : নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম (৪৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী আসমত আলীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ থেকে তাকে আটক করা হয়। এর আগে, বৃহস্পতিার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তারপর থেকেই ওই গৃহবধূর স্বামী আসমত আলী পলাতক ছিলেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি বিষয়ে ওই গৃহবধূর স্বামী আসমতকে নিয়ে একটি সামাজিক শালিস হওয়ার কথা ছিল। সুফিয়া সেখানে তার স্বামীর বিপক্ষে স্বাক্ষী দিতে চেয়েছিল। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে ঝগড়া হয়। পরে রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করে তিনি পালিয়ে যায়। তারপর শুক্রবার সকালে আসমত নিজেই তার ভাতিজা আনোয়ার হোসেনকে কল করে তার বাড়িতে কী হয়েছে খোঁজ নিতে বলেন। তখন তিনি (ভাতিজা) এসে দেখেন ঘরের দরজা খোলা রয়েছে এবং তার বড়মা শরীরে রক্ত মাখা অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তখন তিনি স্বজনদের ডাকলে তারা এসে গলা কাটা অবস্থায় ওই গৃহবধূর লাশ দেখে পুলিশকে খবর দেয়।

জানা গেছে, সুফিয়া বেগম আসমতের চতুর্থ স্ত্রী ছিলেন।

গৃহবধূর বড় ভাই আব্দুল বিচ্ছাদ মাল বলেন, ‘তার বোনকে মাঝেমধ্যেই আসমত বিভিন্ন কারণে মারধর করতেন। এজন্য তার বোন অনেকবার তাদের বাড়িতে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত থেকেছেন। কিছুদিন পর মিটমাট করে আবার স্বামীর বাড়িতে ফিরে আসতেন। এইবার তাকে হত্যাই করে ফেললো। তিনি এই হত্যার বিচার দাবি করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, ‘শুক্রবার বিকেলে একটি বিষয়ে ওই গৃহবধূর স্বামী আসমতকে নিয়ে একটি সামাজিক শালিস হওয়ার কথা ছিল। সুফিয়া সেখানে তার স্বামীর বিপক্ষে স্বাক্ষী দিতে চেয়েছিল। সম্ভবত এ কারণেই তার স্বামী তাকে হত্যা করে থাকতে পারে।

ওসি আরো বলেন, তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।


আরো সংবাদ



premium cement
টেকনাফে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা

সকল