১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আঙুর চাষে সফল ধুনটের আব্দুল হাকিম

আঙুর চাষে সফল ধুনটের আব্দুল হাকিম - ছবি : নয়া দিগন্ত

বগুড়া ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউট নগর (কোদলা পাড়া) গ্রামের কৃষক আব্দুল হাকিম বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন। আঙুর চাষের উপযোগী মাটি হওয়ায় ফলন ভালো হয়েছে। আঙুরের ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় করছে লোকজন।

আব্দুল হাকিম সফলতা দেখে অনেক কৃষক আঙুর চাষে আগ্রহী হচ্ছেন।

কৃষক আব্দুল হাকিম ভারতীয় চয়ন জাতের আঙুর চাষে সফল হয়েছেন। তার ক্ষেতের প্রতিটি আঙুর গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে। চারা রোপনের পর আট মাসের মধ্যেই ফল আসতে শুরু করে। প্রথম ধাপে ফলন কম হলেও পরবর্তীতে প্রতিটি গাছ থেকে এক থকে দুই মণ আঙুর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কৃষক আব্দুল হাকিম বলেন, ‘আমি অনলাইনে আঙুর চাষ দেখি। তারপর চাষ করতে আগ্রহী হই। ঝিনাইদহের এক চাষির পরামর্শে পাঁছ কাঠা নিজ জমিতে ভারতীয় চয়ন জাতের ২২টি আঙুরের চারা রোপণ করি। চাষে ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এখন ফল তুলে বিক্রির অপেক্ষায় আছি।’

তিনি আরো বলেন, ‘গাছের পরিচর্যায় পানি, গোবর, ইটের সুড়কি ও সার দেই। তবে এ বছর গাছে পোকামাকড়ের উপদ্রব হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ থেকে আঙুর চাষের প্রশিক্ষণের ব্যবস্থা করলে চাষিদের আরো সুবিধা হতো।’

ধুনট উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শিবলী বলেন, ‘আমরা আঙুর বাগানটি পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে তাকে পরামর্শ দিচ্ছি। আগামীতে আঙুরের চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি।’


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল