২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরদীতে ছাত্রাবাস থেকে কিশোরের অর্ধগলিত খণ্ডিতলাশ উদ্ধার

ঈশ্বরদীতে ছাত্রাবাস থেকে কিশোরের অর্ধগলিত খণ্ডিতলাশ উদ্ধার - ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর এক ছাত্রাবাস থেকে তপু হোসেন (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ মে) বিকেল শহরের মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের ৩০৫ নম্বর কক্ষে একটি টিনের ট্রাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।

তপু মশুরিয়াপাড়া এলাকার কাশেম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে (কারখানায়) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।

আটককৃতরা হলেন মশুরিয়াপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে আলিফ হোসেন (১৬) ও মো: মনিরুজ্জামান (২২)।

তপুর স্বজনরা জানান, ঈদের দুই দিন আগে গত ১৫ জুন তপু নিখোঁজ হয়। এরপর তার মোবাইল থেকে তপুর বাবা কাশেম হোসেনকে ফোন দিয়ে জানানো হয় তপুকে আটকে রাখা হয়েছে। ১০ হাজার টাকা পাঠালে তাকে ছেড়ে দেয়া হবে। বাবা কাশেম হোসেন ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশে টাকা পাঠিয়ে দেন। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার বিকেল ৩টার দিকে কয়েকজন ছাত্র ঈদ শেষে ছাত্রাবাসে ফিরে আসে। পরে তারা ৩০৫ নম্বর কক্ষের সামনে গেলে একটি ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ বের হয়। এ সময় তারা ছাত্রাবাসের মালিক টিপু হোসনকে ডেকে আনেন। ছাত্রাবাসের মালিক টিপু তৎক্ষনাৎ থানায় খবর দিলে পুলিশ ট্রাঙ্কের ভেতর থেকে তপু হোসেনের লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের মশুড়িপাড়ায় এক ছাত্রাবাস থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার মুল রহস্য এখনো জানা যায়নি।

তিনি জানান, হয়তোবা মাদক সংক্রান্ত হতে পারে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ বিষয়ে পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ছাত্রবাসের ট্রাঙ্ক থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ৮৮৮ এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ‘শহীদদের আত্মত্যাগের সাথে বেঈমানি জাতি সহ্য করবে না’ ঢাকার কয়েকটি কলেজ ও চট্টগ্রামের আদালতে করা নৈরাজ্য একই সূত্রে গাঁথা : শিবির সভাপতি শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায়

সকল