করতোয়া নদী থেকে ২টি কাটা কবজি উদ্ধার
- বগুড়া অফিস
- ২২ জুন ২০২৪, ১৬:৫৪
বগুড়ার করতোয়া নদীর পাড় থেকে এক নারীর দুই হাতের কাটা কবজি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে কবজি দুটি উদ্ধার করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ মো: রেদওয়ানুল রহিম জানান, মাটিডালি দ্বিতীয় বাইপাস সড়কের দুই ব্রিজের মাঝামাঝি এলাকায় করতোয়া নদী থেকে হাতের কবজি দু’টি উদ্ধার করা হয়েছে। এলাকার কয়েকজন কিশোর সেখানে একটি পলিথিনের মধে কবজি দুটি ভেসে যেতে দেখে পুলিশে খবর দেয়। পরে কবজি দু’টি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ‘কবজি দু’টি কোনো এক নারীর। কে বা কারা ওই নারীর হাতের কবজি দু’টি কেটে নদীতে ফেলে দিয়েছে। এটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়।
কবজি দু’টি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা