২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টানা ৭ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

- ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শনিবার (১৫ জুন) থেকে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এই সময়ে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। ২২ জুন সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত টানা সাত দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দর অ্যাক্সপোটার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement