২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অসুস্থ হয়ে স্কুল থেকে হাসপাতালে ভর্তি ৪ শিক্ষার্থী

অসুস্থ হয়ে স্কুল থেকে হাসপাতালে ভর্তি ৪ শিক্ষার্থী - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর আত্রাইয়ের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষার্থী অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৯ জুন) বিকেল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে।

শিক্ষক ও অভিভাবকরা বলেন, ভ্যাপসা গরমে শিক্ষার্থীরা অসুস্থ্য হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুলবুল হোসেন বলেন, স্কুল চলাকালে হঠাৎ করেই সপ্তম শ্রেণির মশফিকা, মাহিলা, রাবেয়া এবং সাদিয়া আক্তার নামে চার শিক্ষার্থী অসুস্থ্য হয়। জানতে পেরে সাথে সাথে তাদেরকে আত্রাই উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।

তিনি বলেন, ওই শিক্ষার্থীরা এর আগে গত বছর প্রায় দু-তিনবার একইভাবে অসুস্থ হয়ে পরেছিল। ভ্যাপসা গরমে হয়তো অসুস্থ হয়ে পরেছে।

মুশফিকার বাবা ওয়াজেদ আলী বলেন, তার মেয়ে অসুস্থ হয়ে পরেছে এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে জানতে পেরে হাসপাতালে এসেছি। গরমেই হয়তো মাথা ঘুরে পরে গেছে।

সাদিয়ার বাবা আব্দুর রশিদ বলেন, মেয়ে অসুস্থতার কথা ফোনে জেনেছি। এর আগেও নাকি মেয়ে সাদিয়া অসুস্থ হয়ে পরেছিল।

আত্রাই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কানিজ মাহমুদা বলেন, অসুস্থ হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষার্থী চারটা নাগাদ হাসপাতালে ভর্তি হয়েছে। অতিরিক্ত গরমে পানি শূন্যতা হয়ে এমনটি হতে পারে। তাদের চিকিৎসা চলছে।

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সি তা বিশ্বাস বলেন, আমি নওগাঁ আছি। বিষয়টি মোবাইল ফোনে শুনেছি এবং যথাযথ চিকিৎসার জন্য বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
হিলি দিয়ে ফের পেঁয়াজ ও আলু আমদানি শুরু চট্টগ্রামে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬ ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকালের পরীক্ষা স্থগিত হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ভূমি উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি চিন্ময়ের গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিলো ভারতের কংগ্রেস ‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত

সকল