আত্রাইয়ে ভোট গণনায় অনিয়মের অভিযোগ
- রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
- ৩১ মে ২০২৪, ১৪:৩৩
নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী আফছার আলী প্রামানিক (তালা প্রতীক) আত্রাইয়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে সংবাদ সম্মেলনে এই অনিয়মের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে প্রার্থী আফছার আলী দাবি করে বলেন, গত বুধবার (২৯ মে) আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে উপজেলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট প্রদান করেছেন। কিন্তু ৬৭টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রে ভোট গণনায় তার প্রতি চরম অন্যায় এবং অবিচার করা হয়েছে।
তিনি বলেন, ভাইস চেয়ারম্যান পদে প্রদেয় তিন হাজার ৮১০ ভোট বাতিল করা হয়েছে। এছাড়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদেয় ভোটের সংখ্যায় এবং শতকরা হারে গড়মিল রয়েছে।
তিনি আরো বলেন, একজন ভোটার যখন ভোট দিতে যায় তখন তাকে তিনটি পদে তিনটি ব্যালট পেপার দেয়া হয়। এতে তিনটি পদেই প্রদেয় ভোটের সংখ্যা একই রকম হওয়ার কথা। অথচ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফল সিটে চেয়ারম্যান পদে প্রদেয় ভোটের সংখ্যা ৭৩ হাজার ২৪৮, ভাইস চেয়ারম্যান পদে ৭৩ হাজার ২৩১ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৩ হাজার ২৬৮ প্রদেয় ভোট দেখানো হয়েছে। এতে কোনো পদের সাথে কোনো পদের প্রদেয় ভোটের সংখ্যা মিল নেই। যা অনিয়মের নজির।
আফছার আলী আরো বলেন, ঘোষিত বেসরকারি ফলাফলে নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখের ভোট দেখানো হয়েছে ৩৩ হাজার ৫১৮ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাকে তালা প্রতীকে দেখানো হয়েছে ৩২ হাজার ২৭৪ ভোট। এতে ভোটের ব্যবধান দেখানো হয়েছে এক হাজার ২৪৪ ভোট। অথচ বাতিল ভোটের সংখ্যা দেখানো হয়েছে তিন হাজার ৮১০ ভোট।
তিনি দাবি করে আরো বলেন, আমাকে সুকৌশলে অনিয়ম করে হারানো হয়েছে। মোট বাতিলকৃত ভোট বাছাইপূর্বক এবং ছয়টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করলে আমিই জয় লাভ করব।
এ ঘটনায় মোট বাতিলকৃত ভোট বাছাইপূর্বক এবং ছয়টি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে বৃহস্পতিবার বিকেলে আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সদস্য স্বপন কুমার সাহা, আত্রাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আমানুল্লাহ ফারুক বাচ্চু, পাঁচুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সমাজ সেবক রতন প্রামানিকসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, ‘ভোটে বা ভোট গণনায় কোনো অনিয়ম হয়নি। প্রদেয় ভোটের যে ব্যবধান রয়েছে তা অনেক কারণে হতে পারে। এছাড়া বাতিলকৃত ভোট বাছাইপূর্বক এবং ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে আফছার আলী প্রামানিক যে লিখিত আবেদন করেছিলেন তা আমাদের এখতিয়ারভুক্ত না হওয়ায় তাকে নির্বাচন কমিশন বরাবর আফিল বা আবেদন দিতে বলেছি।’