বগুড়া দিনভর বিদ্যুতহীন : মানুষের দুর্ভোগ
- বগুড়া অফিস
- ২৭ মে ২০২৪, ২১:১৫
বগুড়ায় একদিকে টানা বৃষ্টিপাত অপরদিকে লোডশেডিং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিসহ করে তোলেছে। বিশেষ করে শহরের বহুতল ভবনের বাসিন্দারা পানির অভাবে ভয়াবহ কষ্টে পড়েছিলেন।
সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়। একইসাথে সকাল থেকেই টানা বৃষ্টিপাত শুরু।
বিদ্যুত অফিসে এ নিয়ে গ্রাহকরা বার বার অভিযোগ দিলেও তারা কোনো উত্তর দিতে পরেনি কখন বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হবে। এমনকি দুপুর ১২টার দিকে পিডিবির নেসকো পিএলসি অফিসও অন্ধকারে ডুবে ছিল।
এভাবে বিদ্যুত অভাবে দুপুর গড়িয়ে বিকেল এরপর সন্ধ্যা ৭টার দিকে শহরের সূত্রাপুর, জলেশ্বরীতলা এলাকাসহ কিছু ভিআইপি এলাকায় বিদ্যুত সরবরাহ করা হয়।
তবে উপশহরের বাসিন্দা সিনিয়র সাংবাদিক মিলন রহমান রাত পৌনে ৮টার দিকে জানান, তার এলাকায় সকালের পর থেকে বিদ্যুত নেই। পানি নিয়ে ওই এলাকার মানুষ চরম সমস্যায় রয়েছেন।
এ ব্যাপারে বগুড়া নেসকো বিক্রয় ও বিতরন বিভাগ -১-এর নির্বাহী প্রকৌশলীকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।