ঘরের দরজা ভেঙে উদ্ধার হলো রুয়েট শিক্ষার্থীর লাশ
- রাজশাহী ব্যুরো
- ২৫ মে ২০২৪, ১৯:৪১
ঘরের দরজা ভেঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে রুয়েট কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।
ওই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১)। তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মাগুরা জেলার শালিকা থানার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে তিনি।
সৌভিক রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন সাধুর মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ ঝুলছিল।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন গণমাধ্যমকে জানান,‘ঘরের দরজা ভেতর থেকেই লাগানো ছিল। অন্য ছাত্ররা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সৌভিককে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন,‘সৌভিক আত্মহত্যা করেছে বলেই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আর কেনই বা এমন ঘটনা সে ঘটিয়েছে তা নিয়ে তার রুমমেটের সাথে কথা বলেছি। রুমমেট আমাকে জানিয়েছে যে, কিছুদিন ধরে সৌভিক ডিপ্রেশনের মধ্যে ছিলেন। কিন্তু কী নিয়ে ডিপ্রেশন তা এখনো জানতে পারিনি।’
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানান, সৌভিকের লাশ বর্তমানে রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার অভিভাবকদেরকে খবর দেয়া হয়েছে। তারা মাগুরা থেকে রাজশাহী পৌঁছার পর এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।