০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

বাগাতিপাড়া সাবেক স্ত্রীর করা মামলায় স্বামী গ্রেফতার

বাগাতিপাড়া সাবেক স্ত্রীর করা মামলায় স্বামী গ্রেফতার - নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক স্ত্রীর করা মামলায় স্বামী লুৎফর রহমানকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে উপজেলার দয়ারামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লুৎফর ওই ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মরহুম আলীমুদ্দিনের ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৩ মে) সন্ধ্যায় দয়ারামপুর বাজার থেকে অটোরিকশায় নিজ বাসায় ফেরছিলেন ওই নারী। পথে বনপাড়াগামী সড়কের দয়ারামপুর ব্রিজের উত্তর পাশে ফুড পার্কের রাস্তার প্রবেশ পথের সামনে পৌঁছা মাত্র লুৎফর রহমান ও সহযোগী কয়েকজন মিলে তাকে জোরপূর্বক আরেকটি অটোভ্যানে তুলে লুৎফরের বাড়িতে নিয়ে যায়। এবং সেখানে লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ দিয়ে হত্যার উদ্দেশে মাথায় আঘাত করে। একই সাথে তার স্বর্ণালঙ্কার, নগদ টাকা, একটি মোবাইল ফোন এবং ব্যাংকের চেক বইসহ অন্যান্য জরুরি কাগজপত্র অসৎ উদ্দেশে নিয়ে নেয়। পরে ভুক্তভোগী বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব জানায়, এরপর থেকেই লুৎফর আত্মগোপনে চলে যান। তখন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য সিপিসি-২, নাটোর, র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। তখন র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লুৎফরকে বাগাতিপাড়া থানায় পুলিশ হেফাজতে দেয়া হয়েছে বলেও জানায় র‌্যাব।


আরো সংবাদ



premium cement