১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রামেক হাসপাতালে ভুয়া এসআই আটক

রামেক হাসপাতালে ভুয়া এসআই আটক - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীতে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেয়া এক প্রতারককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাকে ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেয় হাসপাতালে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে থানা পুলিশে সোপর্দ করে।

আটককৃত ব্যক্তির নাম আবদুল কাদের (২৮)। তার বাড়ি রাজশাহী নগরীর অদূরে কাটাখালী থানার আশরাফের মোড় রণহাট গ্রামে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক গণমাধ্যমকে জানান, আবদুল কাদের চাকরি দেয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করতেন। সহজে প্রতারণা করতে তিনি পুলিশের এসআই হিসেবে মিথ্যা পরিচয় দিতেন। তাকে আটকের পর প্রতারিত এক ব্যক্তি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন।


আরো সংবাদ



premium cement