১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় জব মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা

বগুড়ায় জব মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা - ছবি : নয়া দিগন্ত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারী বেকার প্রকৌশলীদের চাকরি প্রদানের লক্ষে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জব মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা।

সোমবার (২৯ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত জব মেলায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কমপক্ষে ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের বেকার শিক্ষার্থীরা স্বশরীরে উপস্থিত হয়ে তাদের বায়োডাটাসহ আবেদনপত্র দাখিল করেন। তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে অনেককেই নিয়োগ প্রদান করে বিভিন্ন প্রতিষ্ঠান।

এ জব মেলায় এসেছিল স্পেস সলিউশন নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ইন্জিনিয়ার আহম্মেদ আল নূর নবিন বলেন, জব মেলায় স্পেস সলিউশন কোম্পানিতে অর্ধশতাধিক প্রার্থী আবেদন করেন। ২০ মিনিটের লিখিত পরীক্ষায় তাদের মধ্যে ১৭ জন উত্তীর্ণ হয়। ১৭ জনের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১০ জনকে নিয়োগ প্রদান করা হয়। এ ছাড়া এ মেলায় অংশগ্রহণকারী কমপক্ষে ২০টি জব কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করে অনেক বেকারকে চাকরি প্রদান করে।

মেলায় উপস্থিত দর্শনার্থীরা বলেন, ব্যাপক ক্যাম্পেইন করা হলে এই প্রতিষ্ঠানের অনেকসংখ্যাক বেকার ডিপ্লোমা ইন্জিনিয়ারের এ জব মেলায় অংশগ্রহণ করতে পারতেন।


আরো সংবাদ



premium cement