বগুড়ার শেরপুর প্রেসক্লাবের পুন: সভাপতি নিমাই-সম্পাদক মান্নান
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ২৭ এপ্রিল ২০২৪, ১৬:৫৩
বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শেরপুর প্রেসক্লাব’ এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নিমাই ঘোষ (দৈনিক সমকাল/করতোয়া) এবং সম্পাদক পদে আব্দুল মান্নান (দৈনিক ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা ১১টায় অত্র প্রেসক্লাব কার্যালয়ে শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালানায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনিক ও আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে প্রতিবেদনটি আলোচনা-পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
পরে সভায় আগামী ২০২৪-২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে জাহাঙ্গীর ইসলামের স্বাক্ষরিত একটি প্রস্তাবিত কমিটি অত্র প্রেসক্লাবের আজীবন সদস্য সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু ঘোষণা করেন। প্রস্তাবিত কমিটি মৌখিক ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। এতে সভাপতি নিমাই ঘোষ (সমকাল ও দৈনিক করতোয়া), সহ-সভাপতি সবুজ চৌধুরী (দৈনিক প্রথম আলো), সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান (ইত্তেফাক ও দি নিউ নেশন), যুগ্ম সাধারণ সম্পাদক মো: আইয়ুব আলী (দৈনিক কালের কন্ঠ), দফতর সম্পাদক আব্দুল ওয়াদুদ (আজকালের খবর ও বিডি২৪লাইভ) সাহিত্য সম্পাদক জাহিদ হাসান (দেশ রুপান্তর), কার্যনির্বাহি সদস্য সুজিত বসাক (সম্পাদক সাপ্তাহিক তথ্যমালা), মো: আকরাম হোসাইন (সম্পাদক সাপ্তাহিক বিজয় বাংলা, প্রতিনিধি নয়া দিগন্ত ও দৈনিক প্রভাতের আলো), জাহাঙ্গীর ইসলাম (দৈনিক যুগান্তর) মো: আব্দুল আলীম (দৈনিক মহাস্থান) মো: শাহজামাল কামাল (দৈনিক ভোরের ডাক) আগামী ২০২৪-২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হয়।
এ সময় শেরপুর প্রেসক্লাবের সদস্য আশরাফুল আলম পূরণ, মো: আব্দুল হামিদ, মো: আল ইমরান, মো: আবু জাহের, তোফায়েল আহম্মেদ, আপেল মাহমুদ আশকারী, যোবায়ের হোসেন, মাহফুজ আহম্মেদ, এরশাদ হোসেন, শহিদুল ইসলাম (শাওন), শাকিল আহম্মেদ, তাপস বসাক, শোভন কুমার দাস, অনুপ কুন্ডু, শরীফ আহম্মেদ, সুব্রত সাহা, মাসুম বিল্লাহ, তোফাজ্জল হোসেন, শ্রী উৎপল মালাকার, আব্দুল মোমিন, ওমর ফারুক উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা