ঈশ্বরদীতে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ২৪ এপ্রিল ২০২৪, ১৯:৩২
পাবনার ঈশ্বরদীতে প্রায় মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। বুধবার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
এ তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন।
সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত একই মাত্রায় থাকছে এই অসহ তাপদাহ। সূর্য একটু ওপরে উঠতেই যেন আগুনের স্ফুলিঙ্গ। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাচ্ছে না গ্রামের মানুষজন।
তীব্র তাপদাহের প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে দীর্ঘ হচ্ছে রোগীর সিরিয়াল।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেশি।
হেলাল উদ্দিন জানান, বুধবার বেলা ৩টায় ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪১ দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তাপপ্রবাহের তীব্রতা আরো কয়েক দিন থাকতে পারে বলেও জানান তিনি।