ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, হিন্দু মহাজোটের নেতা গ্রেফতার
- বগুড়া অফিস
- ২১ এপ্রিল ২০২৪, ২২:২৫
বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান করার অভিযোগে এক যুবককে গ্রেফর করেছে পুলিশ৷
রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার বিকেল ৩টার দিকে শিনগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাকে প্রথমে পুলিশ হেফাজতে নেয়। পরে রাতে মামলা দায়ের হলে তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।
গ্রেফতার যুবকের নাম সুমন কুমার মহন্ত। তিনি শিবগন্জ উপজেলার মোকামতলা এলাকার বাসিন্দা। এছাড়াও তিনি হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
ওসি আব্দুর রউফ জানান, শনিবার দুপুর ১২টার দিকে সুমন কুমার মোহন্ত তার ফেসবুক আইডিতে ফরিদপুরের মধুখালীর ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। পোস্টটি নানা সমালোচনার জন্ম দেয়। ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা হওয়ায় সুমন মোহন্তকে প্রথমে পুলিশী হেফাজতে নেয়া হয়। তার ব্যবহত মোবাইলফোন জব্দ করার পর ওই আইডি লগ ইন অবস্থায় পাওয়া যায়৷ পরে রাতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সংঘাত তৈরির চেষ্টা মামলা দায়ের করা হয়৷
তিনি আরো জানান, রোববার দুপুরে গ্রেফতার সুমনকে আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা