০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বগুড়ায় শিশুকে গলা কেটে হত্যা, নানা আটক

বগুড়ায় শিশুকে গলা কেটে হত্যা, নানা আটক - প্রতীকী ছবি

বগুড়া সদরে বন্ধন সরকার (৫) নামে এক শিশুকে গলা কেটে হত্যার সন্দেহে নিহতের মায়ের মামা সুকুমার দাসকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শশীবদনী হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বন্ধন সরকার সদরের পীরগাছা গ্রামের রবি দাসের ছেলে। আর অভিযুক্ত সুকুমার দাস শশীবদনী হিন্দুপাড়া এলাকার ঝুমুর দাসের ছেলে এবং বগুড়া আইন কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী।

এসব তথ্য জানান বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: শাহীনুজ্জামান।

প্রতিবেশী বঙ্কিম চন্দ্র সরকার বলেন, ‘মঙ্গলবার থেকে আমাদের এলাকায় হরিবাসর শুরু হয়। এ উপলক্ষে বন্ধন সরকার তার মায়ের সাথে তার মায়ের মামার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে শুনি কাচি দিয়ে গলা কেটে বন্ধনকে হত্যা করেছে সুকুমার। এরপর সুকুমার ওই ঘরের মধ্যেই লুকিয়ে ছিল। পরে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।’

আরেক প্রতিবেশী পরিমল চন্দ্র পালিত বলেন, ‘কেউ বলছে যে সুকুমারের মোবাইল নেয়ার কারণে আবার কেউ বলছে কোনো এক দ্বন্দ্বের কারণে ওই ছেলে হত্যা করেছে। তবে অনেকেই তাকে মানসিক ভারসাম্যহীন বানাতে চেষ্টা করছে। কিন্তু সুকুমার কালকেও হরিবাসরে সারাদিন প্রসাদ বিতরণ করেছে। আবার সে এলএলবি পড়াশোনাও করছে।’

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ জানান, অভিযুক্ত সুকুমারকে আটক করা হয়েছে। নিহতের লাশ তাদের পরিবার হাসপাতালে নিয়েছে, সেখান থেকে মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানতে পারিনি। আটক নানাক জিঙ্গাসাবাদ করা হচ্ছে।’

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল