১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাটোরে তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে ১৮ চেয়ারম্যান প্রার্থী

নাটোরে তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে ১৮ চেয়ারম্যান প্রার্থী - ছবি : নয়া দিগন্ত

নাটোরে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আজ সোমবার বিকেল ৫টায় নির্বাচনের রিটার্নিং অফিসারের দফতর এ তথ্য নিশ্চিত করে।

জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ জানান, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে নাটোর সদর, সিংড়া এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হচ্ছেন মো: আনোয়ার হোসেন, মো: শরিফুল ইসলাম রমজান, রিয়াজুল ইসলাম, মো: ইসতেয়াক আহম্মেদ (হিরা), মো: মোস্তারুল ইসলাম আলম, গোলাম সারোয়ার এবং মো: জামিল হোসেন মিলন।

সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে দুইজন চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব এবং মো: দেলোয়ার হোসেন।

নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনয়নপত্র দাখিলকারী নয় প্রার্থী হচ্ছেন এস এম ফিরোজ উদ্দিন, খন্দকার জুয়েল ইমাম, আব্দুল আলীম, মো: তৌহিদুর রহমান, মো: রবিউল ইসলাম, সরদার আফজাল হোসেন, মো: জিল্লুর রহমান, মো: আসাদুজ্জামান আসাদ এবং আহমদ আলী শাহ।

এছাড়া নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ছয়জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত

সকল