১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, ৩ মোটর শ্রমিক নিহত

- ছবি : ফাইল

বগুড়ায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোটর শ্রমিক নেতাসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানার এরুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বগুড়া-নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি সরালে দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহতরা হলেন আলমগীর হোসেন (৪৫), আব্দুল হান্নান (৫৫) ও ফাহিম (৪২)। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানার এরুলিয়া নামক স্থানে বগুড়া থেকে প্রাইভেটকার নওগাঁ যাওয়ার পথে এরুলিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে বগুড়াগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও দু’জন আহত হন। হতাহতরা সকলেই মোটর শ্রমিক সদস্য।


আরো সংবাদ



premium cement