সোনাতলায় ট্রাকের ধাক্কায় নারী নিহত
- বগুড়া অফিস ও সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
- ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৩
বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সালেহা বেগম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ৭টায় উপজেলার ছোট বালুয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সালেহা বেগম পৌর এলাকার বোচারপুকুর গ্রামের মরহুম আলী আজমের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে ছালেহা ও তার বোন বিউটি বেগম সোনাতলা-মোকামতলা আঞ্চলিক সড়কে হাঁটাহাঁটি করছিলেন। ওই সময় তারা ছোট বালুয়া মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছালেহা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত বিউটি বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা