১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

নওগাঁয় বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুন

-

নওগাঁর বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই হেলাল হোসেন ওরফে সাজু (২৫) নামের এক যুবক খুন হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মথরাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

হেলাল উপজেলার ওই ইউনিয়নের দরিয়াপুর গ্রামের বেলাল হোসেনের দ্বিতীয় ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই রাজু (৩২) পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেল ক্রয় করার বিষয়ে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সাজু এ সময় খড়ের কাজ করছিল। একপর্যায়ে বড় ভাই রাজু পাশে পড়ে থাকা ইট দিয়ে ছোট ভাই সাজুর পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান সাজু।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। বড় ভাই রাজু পলাতক রয়েছে।


আরো সংবাদ



premium cement