২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ : যুবক গ্রেফতার

শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ : যুবক গ্রেফতার - প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নাঈম সিদ্দিকীকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

সোমবার (২৮ আগস্ট) শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার নাঈম সিদ্দিকী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাধুবাড়ী গ্রামের ওই স্কুলছাত্রী (১৩) স্থানীয় উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করেন। তিনি স্কুলে আসা-যাওয়ার পথে একই গ্রামের বখাটে যুবক নাঈম সিদ্দিকী তাকে উত্যক্ত করতে থাকেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হয়। এতে আরো বেপরোয়া হয়ে ওঠেন বখাটে নাঈম। একপর্যায়ে নানা প্রলোভন আর কৌশলে তার সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলেন তিনি। ১ আগস্ট বিকেলে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কথিত প্রেমিক নাঈম মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ভুক্তভোগী ছাত্রীটি ঘটনাটি জানালে থানায় মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, এই ঘটনায় ভুক্তভোগী মেয়েটির মা ২৬ আগস্ট শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পর দিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে সোমবার (২৮ আগস্ট) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা’ খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা : চিফ প্রসিকিউটর রংপুরে বজ্রপাতে নারীর মৃত্যু ফ্রান্সে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত বেশ ক’জন ইউক্রেনকে দেয়া অর্থ ফেরত চান ট্রাম্প চুরির কার্ড দিয়ে লটারি জিতে বিপাকে চোর গাংনীতে ভ্যানচালকের লাশ উদ্ধার দাবি আদায়ে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী গাজা পুনর্বাসন পরিকল্পনা থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ২ মার্চ

সকল