বগুড়ায় প্রকাশ্যে কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা
- বগুড়া অফিস
- ০৯ মে ২০২৩, ২১:৫৫, আপডেট: ১০ মে ২০২৩, ০১:০৮
বগুড়া শহরের মালগ্রামে রাতের বেলা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা নাহিদকে (২৮) খুন করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলায় এই হত্যা করা হয়।
নিহত নাহিদ মালগ্রাম কসাই পাড়ার মাছ বিক্রেতা ঝন্টু মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবক নাহিদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। কারা কেন হত্যা করেছে তা জানা যায়নি।