১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু -

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- লালপুরের কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোন্তাজ আলী মাস্টার (৬২), নারায়ণ পুর গ্রামের বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী সাথী বেগম (৩০)।

জানা যায়, শনিবার দুপুর পৌনে একটার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেটের পশ্চিমে দুটি ট্রেন ক্রসিং করার সময় নিহতরা ট্রেন লাইন অতিক্রম করছিলেন। অপর দিক থেকে আসা ট্রেন দেখতে না পাওয়ায় অতিক্রম করার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির নিচে তারা কাটা পড়ে।

ওসি মোনোয়ারুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হবে।


আরো সংবাদ



premium cement