২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বগুড়ায় প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার

বগুড়ায় প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার -

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমিকার বাড়ি থেকে পরকীয়ায় আসক্ত বানচা কর্মকার (৫০) নামে এক প্রেমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ধুনট থানা থেকে বানচার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃত বানচা কর্মকার উপজেলার বিলকাজুলী গ্রামের নিখিল চন্দ্র কর্মকারের ছেলে।

এর আগে সোমবার মধ্যরাতে একই এলাকার পাকুড়িহাটা গ্রামে প্রেমিকার ঘরের বারান্দা থেকে বানচা কর্মকারের লাশ উদ্ধার করা হয়। এ সময় হত্যার সন্দেহে প্রেমিকা সেলিনা বেগমকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানচা কর্মকার দীর্ঘ দিন ধরে ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যন্ড এলাকায় কামার শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করেন। একই এলাকার পাকুড়িহাটা গ্রামের স্বামীপরিত্যক্তা সেলিনা বেগমের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সুযোগ পেলেই প্রেমিকার বাড়িতে যেতেন বানচা কর্মকার। তারই ধারাবাহিকতায় সোমবার বৃষ্টিভেজা রাতে বানচা কর্মকার তার প্রমিকার বাড়িতে যান। একপর্যায়ে মধ্যরাতে সংবাদ পেয়ে প্রেমিকার ঘরের বারান্দা থেকে পুলিশ বানচা কর্মকারের লাশ উদ্ধার করে।

বানচা কর্মকারের ছেলে বাধন কুমার জানায়, তার বাবা অসুস্থ হয়েছে বলে সোমবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে সেলিনা বেগম তাকে সংবাদ দেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছে বাবাকে মৃত অবস্থায় ওই বাড়ির ঘরের বারান্দায় পাওয়া যায়।

এ বিষয়ে সেলিনা বেগম জানান, বানচা কর্মকারের সাথে আমার দীর্ঘ দিন ধরে সম্পর্ক ছিল। তিনি আমার বাড়িতে অবাধে যাতায়াত করেন। সোমবার রাতে আমার বাড়িতে আসার সময় বৃষ্টিভেজা আঙ্গিনায় পা পিছলে পড়ে গিয়ে মারা যান তিনি।

ধুনট থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য সেলিনা বেগমকে আটক করা হয়েছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল