১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

বগুড়ায় প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার

বগুড়ায় প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার -

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমিকার বাড়ি থেকে পরকীয়ায় আসক্ত বানচা কর্মকার (৫০) নামে এক প্রেমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ধুনট থানা থেকে বানচার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃত বানচা কর্মকার উপজেলার বিলকাজুলী গ্রামের নিখিল চন্দ্র কর্মকারের ছেলে।

এর আগে সোমবার মধ্যরাতে একই এলাকার পাকুড়িহাটা গ্রামে প্রেমিকার ঘরের বারান্দা থেকে বানচা কর্মকারের লাশ উদ্ধার করা হয়। এ সময় হত্যার সন্দেহে প্রেমিকা সেলিনা বেগমকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানচা কর্মকার দীর্ঘ দিন ধরে ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যন্ড এলাকায় কামার শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করেন। একই এলাকার পাকুড়িহাটা গ্রামের স্বামীপরিত্যক্তা সেলিনা বেগমের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সুযোগ পেলেই প্রেমিকার বাড়িতে যেতেন বানচা কর্মকার। তারই ধারাবাহিকতায় সোমবার বৃষ্টিভেজা রাতে বানচা কর্মকার তার প্রমিকার বাড়িতে যান। একপর্যায়ে মধ্যরাতে সংবাদ পেয়ে প্রেমিকার ঘরের বারান্দা থেকে পুলিশ বানচা কর্মকারের লাশ উদ্ধার করে।

বানচা কর্মকারের ছেলে বাধন কুমার জানায়, তার বাবা অসুস্থ হয়েছে বলে সোমবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে সেলিনা বেগম তাকে সংবাদ দেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছে বাবাকে মৃত অবস্থায় ওই বাড়ির ঘরের বারান্দায় পাওয়া যায়।

এ বিষয়ে সেলিনা বেগম জানান, বানচা কর্মকারের সাথে আমার দীর্ঘ দিন ধরে সম্পর্ক ছিল। তিনি আমার বাড়িতে অবাধে যাতায়াত করেন। সোমবার রাতে আমার বাড়িতে আসার সময় বৃষ্টিভেজা আঙ্গিনায় পা পিছলে পড়ে গিয়ে মারা যান তিনি।

ধুনট থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য সেলিনা বেগমকে আটক করা হয়েছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ ঋণখেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না : মির্জা ফখরুল জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা : জরিপ ইবিতে স্বৈরাচারের সাথে সম্পর্কিত স্থাপনার নাম পরিবর্তনের আহ্বান প্রেস সচিবের ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে : সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা

সকল