১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু -

নাটোরের বড়াইগ্রামে ধানের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে বেলাল হোসেন মিয়াজী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় সেলিম হোসেন (৩২) নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর বিলে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল পাশের আটঘরিয়া গ্রামের আবুল হোসেন মিয়াজীর ছেলে এবং আহত সেলিম হোসেন একই গ্রামের আবুল হাশেমের ছেলে।

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, মঙ্গলবার সকালে তারা দু’জন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলেও তারা কাজ করেন। ওই সময় আকস্মিক বজ্রপাতে বেলাল ঘটনাস্থলেই মারা যান ও সেলিম গুরুতর আহত হন। পরে সেলিমকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


আরো সংবাদ



premium cement