গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ২৮ মে ২০২২, ১৩:৫৪
বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে আব্দুল্লাহ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে।
নিহতের মা খাদিজা খাতুন জানান, আব্দুল্লাহর বাবা সকালে ভ্যান নিয়ে কাজে চলে যায়। আমি বাড়ির ভিতরে কাজ করছিলাম। আব্দুল্লাহ খেলতে খেলতে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে তার দাদা ও দাদিসহ আমি খোঁজাখুঁজি এক পর্যায়ে গর্তের পানি থেকে আব্দুল্লাহ লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার এসআই আব্দুস সালাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা