২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মান্দায় মসজিদের মাইকের যন্ত্রাংশ চুরির অভিযোগে যুবক আটক

-

নওগাঁর মান্দায় মসজিদের মাইকের যন্ত্রাংশ (এমপ্লিফায়ার) চুরির অভিযোগে রুবেল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা হাট জামে মসজিদ থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই যন্ত্রাংশ চুরির সময় রুবেলকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রুবেল উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান শাহিন জানান, ওই যন্ত্রাংশের দাম প্রায় ২২ হাজার টাকা। পাঁজরভাঙ্গা হাট জামে মসজিদের একটি এমপ্লিফায়ার চুরি করে পালিয়ে যাওয়ার সময় জোতবাজার এলাকায় এলে স্থানীয়দের মধ্যে সন্দেহ হলে তাকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকের যন্ত্রাংশসহ তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement