০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের সমাবেশ অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁপাইনবাবগঞ্জ জেলা বার শাখার উদ্যোগে জেলা বার মিলনায়তনে শনিবার আইনজীবীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী ও ল’ইয়ার্স কাউন্সিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুহাম্মাদ ইসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সুপ্রীম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধেরভিত্তিতে আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে দেশে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল আইনজীবীদের মাঝে কাজ করছে। দেশ আজ এক ভয়াবহ পরিস্থিতিতে নিমজ্জিত। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো। কোনো নারীকে তার স্বামীর সামনে পালাক্রমে ধর্ষণ করার কোনো ঘটনা জাহিলিয়াতের যুগেও ঘটেনি। আজ বাংলাদেশে সেই কলঙ্কজনক ঘটনা সংঘটিত হচ্ছে। এ দেশে ধর্ষণ করার পর সেঞ্চুরি উদযাপন করা হয়েছে। এসব ঘটনা আমাদের দেশকে বিশ্বদরবারে কলঙ্কিত করেছে। যদি দেশে আইনের শাসন ও ন্যায় বিচার থাকতো, তাহলে এ ধরনের কোনো ঘটনা সংঘটিত হতো না।

অসহায় মানুষ ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়। আজকে আমাদের দেশের আদালতগুলোতে হতাশাব্যাঞ্জক পরিস্থিতি বিদ্যমান। এ অবস্থা থেকে জাতিকে উদ্ধার করার জন্য আইনজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।

মতিউর রহমান আকন্দ আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের একটি ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ব্রিটিশ আমল থেকে এই এলাকার লোকেরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁপাইনবাবগঞ্জ জেলা বার কমিটির নেতৃত্বে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার জন্য আমি চাঁপাইনবাবগঞ্জের আইনজীবী ভাই-বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি।

আইনজীবী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহকারী মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল হক, নবাবগঞ্জ জেলা বারের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট ফরহাদ হোসেন মিলন, অ্যাডভোকেট মাসির আলী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা একুশে বইমেলা নিয়ে করা ফেসবুক পোস্টের বিষয়ে যা বললেন প্রেস সচিব সান্তাহারে ঘুরতে যেয়ে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না করেই জুনে শেষ হচ্ছে পূর্বাচল প্রকল্প বাজারে তেল, চিনি, ছোলা ও খেজুরের সঙ্কট নেই : বাণিজ্য উপদেষ্টা

সকল