নানার বাড়ি যাওয়ার পথে এক ভাই নিহত অপরজন গুরুতর আহত
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ০১ অক্টোবর ২০২০, ১৬:৩৫
নানার বাড়িতে দাওয়াত খাওয়া হলো না তানিম-তাফিমের। ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তানিম (২৩) নামের এক যুবক নিহত এবং তার ছোট ভাই তাফিম (১৫) মারাত্মক আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা উভয়ই দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের খালেদ খানের ছেলে ও দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা গোলাম রব্বানি খান জুবায়েরের ভাতিজা।
স্থানীয় জাহিদ জানান, তানিম ও তাফিম মোটরসাইকেলযোগে পাশের মিরকামারী গ্রামে নানার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে কোলের কান্দির স’মিলের সামনে পৌঁছালে একটি অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই রাস্তায় ছিটকে পড়েন। সে সময় পিছন থেকে দাশুড়িয়া দিক থেকে আসা একটি ট্রাক তানিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহতের ছোট ভাই তাফিমকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক ট্রাকটি জব্দ করা যায়নি।