নাটোরে মেয়ের লাঠির আঘাতে আ’লীগ নেতার মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ আগস্ট ২০২০, ২১:৫৮
নাটোরের সিংড়ায় নিজ পিতা ও আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে মীরাকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তারের মেয়ে মীরা তার বাবার বাড়ি আঁচলকোট গ্রামে থাকতেন। সোমবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও মেয়ের কথা কাটাকাটির একপর্যায়ে মীরা নারিকেলের ডাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় আব্দুস সাত্তারের।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মীরাকে আটক করে এবং লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ইউএনবি