বগুড়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- বগুড়া অফিস
- ৩১ জুলাই ২০২০, ২১:১০
বগুড়ার শেরপুর উপজেলায় রাস্তার পাশের ডোবা থেকে এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেরুয়া বটতলা এলাকায় শুক্রবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে শেরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ধারণা করছে তাকে হত্যা করে সকালেই ওই স্থানে ফেলে গেছে।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস এর কর্মকর্তা (স্টেশন অফিসার) রতন হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে তার পরিচয় জাানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা